দক্ষ রাজনীতিবিদ। যুবদের আইকন। লড়াকু নেতা। লোকসভার সাংসদ। এইসব পরিচয়ের বাইরেও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) আরেকটা পরিচয় আচে। তিনি স্নেহশীল বাবা। তাঁর দুই সন্তান- আজানিয়া ও আয়াংশ। ১২ তারিখ ছিল অভিষেকের পুত্রের জন্মদিন। সেই দিনই একটি পুরনো পোস্ট শেয়ার করা হয় তাঁর পেজে।

২০১৯-এর ১২ নভেম্বরের সেই পোস্টে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে অভিষেকের ছবি রয়েছে। সঙ্গে ক্যাপশনে অভিষেক লিখেছেন, “শব্দ এই অনুভূতির ব্যাখ্যা করতে পারবে না। আমাদের জগত আরও একটু আলোকিত হল। রুজিরা এবং আমি আমাদের সুন্দর পরিবারে একজন নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। পৃথিবীতে স্বাগত আয়াংশ। আমরা ধন্য এবং কৃতজ্ঞ।“
একবার সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন রাজনীতির কাজের ফলে পরিবারকে কমই সময় দেওয়া হয়। তবে, সন্তানরা বরাবরই তাঁর খুব কাছের। ফুটবল ম্যাচ দেখেতে যাওয়া হোক বা মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো- সব সময় অভিষেকের সঙ্গে দেখা যায় তাঁর পুত্র-কন্যাদের। এবার ভাইফোঁটাতেও বোনের থেকে ফোঁটা নিয়েছেন তৃণমূল সাংসদ। সেই ছবি পোস্ট করেছিলেন তাঁর বোন। ছেলের জন্মদিনে অভিষেকের সুখানুভূতিরই ঝলক দেখা গেল স্যোশাল মিডিয়ায়।












































































































































