সংস্কারের পরেই ভেঙে পড়েছে ছাদ। কৃষ্ণনগরের (Krishnanagar) সার্কিট হাউসের বেহাল দশা নিয়ে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, নদিয়ার (Nadia) প্রশাসনিক বৈঠক থেকে পূর্ত দফতরকে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকার হোক বা বেসরকারি সংস্থা, যারা কাজের দায়িত্বে ছিলেন তাঁরা এবার নিজের টাকাতে কাজ মেটাবেন। সরকার আর এক টাকাও দেবে না- সাফ জানালেন মমতা।

এদিন প্রশাসনিক সভার শুরুতেই কৃষ্ণনগরের সার্কিট হাউজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, বহু পুরনো সার্কিট হাউজ তৈরি করতে PWD-কে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার পর দেখা যায় ছাদ ভেঙে পড়েছে। এখন সারাইয়ের জন্য আরও ৭১ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ”মামদোবাজি? টাকা কি হাতের মোয়া? মেঘ দে, পানি দে-র মতো টাকা দে, টাকা দে।”
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “টেন্ডারের টাকা দিয়েই কাজ শেষ করতে হবে। কাজ না হলে ব্ল্যাক লিস্ট করা হবে। নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজ শেষ করুন। সরকার আর এক টাকাও দেবে না।” জেলাশাসককে তিনি নির্দেশ দেন, PWD’র যারা এই কাজ করছিল তাদের নামের তালিকা দিতে। তাদের শাস্তি হবে বলেও মন্তব্য করেন মমতা।
গ্রামের রাস্তা সংস্কার নিয়েও কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, যে রাস্তা তাঁদের আমলে তৈরি হয়েছে, সেগুলির সংস্কার প্রয়োজন। তবে তিনবছরের গ্য়ারান্টি দিয়ে রাস্তা তৈরি করতে হবে। যারা কাজ করবে তিনবছরের মধ্যে রাস্তা খারাপ হলে, তাদেরই সারিয়ে দিতে হবে।












































































































































