মালদ্বীপে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নিহত ৯ ভারতীয় নাগরিক সহ ১০জন। আজ, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিদেশি শ্রমিকদের বাসস্থানে আগুন লাগতেও এই দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির নিচের তলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে এই আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। এই অঞ্চল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে ভূষ্মীভূত হওয়া ওই বাড়ির উপরের তলা থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মলদ্বীপে ভারতের হাইকমিশন মালের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন যেখানে ভারতীয় নাগরিক সহ অন্যান্যদের প্রাণহানির ঘটনা ঘটেছে।











































































































































