খায়রুল আলম, ঢাকা
বাংলাদেশে ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলছে। বাড়ছে মৃ*তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৮৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৭ জন। এর আগে গত ২ নভেম্বর বাংলাদেশে একদিনে সর্বোচ্চ এক হাজার ৯৪ জন ডেঙ্গি আক্রান্তকে শনাক্ত করা হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জন।

সোমবার স্বাস্থ্য দফতরের ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন ও বাইরের বাসিন্দা ৩৭৮ জন। নতুন ৮৭৫ জন সহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জন।
অন্যদিকে, স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৯৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সাতজনের মৃ*ত্যুর খবর পাওয়া গিয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গিতে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃ*ত্যুর খবর পাওয়া যায়।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গির সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃ*ত্যু হয়েছিল।












































































































































