টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান। রবিবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাঁকা করল বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে চার উইকেট শাহিন আফ্রিদির।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিল আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে অর্ধশতরান করেন নাজমুল হোসেন শান্ত। ৫৪ রান করেন তিনি। ১০ রান করেন লিটন দাস। ২০ রান করেন সৌম্য সরকার। শূন্য রানে আউট হন অধিনায়ক শাকিব আল হাসান। তবে শাকিবের আউট নিয়ে ওঠেছে অনেক প্রশ্ন। বিতর্কিত আউটের শিকার হন বাংলাদেশের অধিনায়ক। শাদাব খানের লো ফুলটস বল সোজা শাকিবের পায়ে লাগে, যা আউট দিয়ে দেন অন ফিল্ড আম্পায়ার। এরপর সেই আউটের বিরুদ্ধে রিভিউ নেন শাকিব। যদিও তাতে কোন লাভ হয়নি, রিভিউ দেখে থার্ড আম্পায়ারও শাকিবকে আউট করে দেন তবে থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি। দুই উইকেট নেন শাদাব খান। একটি করে উইকেট নেন হরিশ রৌফ এবং ইফতিকার আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান। ৩২ রান করেন তিনি। ২৫ রান করেন অধিনায়ক বাবর আজম। ৩১ রান করেন মহম্মদ হরিশ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাসাম আহমেদ, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেন।
আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মাঝেই বড়সড় কেলেঙ্কারি শ্রীলঙ্কা শিবিরে













































































































































