সবেমাত্র টুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। আর তারপর এই প্রথম শুক্রবার সকাল থেকেই ব্যাহত টুইটারের পরিষেবা।ঠিকমত পরিষেবা না পেয়ে নেটিজেনদের অভিযোগে ভরে যায় মাইক্রোব্লগিং সাইট। লগ ইন না করতে পেরে অনেকেই ক্ষুব্ধ হয়ে পড়েন।

আরও পড়ুন:ফের টুইটারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু মাস্কের

শুক্রবার ভারতীয় সময় ভোর তিনটে থাকে এই সমস্যা শুরু হয়। সকাল সাতটার পর থেকে আরও বাড়তে থাকে সমস্যা। বারবারই পপ আপ, সামথিং ওয়েন্ট রঙ, ট্রাই এগেইন-এই সমস্ত শব্দগুলি উঠে আসে। এরপরই ব্যবহারকারীরা লিখতে শুরু করেন কোনওভাবেই টুইটারে লহ ইন করতে পারছেন না তারা।






































































































































