প্রাথমিক শিক্ষা পর্ষদ ‘দুর্নীতিগ্রস্ত’! ছুটি শেষে শুনানিতে ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
3

পুজোর ছুটি শেষে হাই কোর্ট খোলার পরেই ফের সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly)। সোমবার, আদালত খুলতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদকে (Primary Education Council) কড়া ভাষায় ভর্ৎসনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন একটি মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেন তিনি বলেন, “পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে। বাংলার যুব সমাজের কাছে প্রমাণিত।“

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, একটা চাকরির জন্য মেধাবী চাকরিপ্রার্থীরা দেওয়ালে মাথা ঠুকছেন আর “পর্ষদের ভুলের জন্য যোগ্যদের বঞ্চিত হতে হচ্ছে। অযোগ্যরা চাকরি করে যাচ্ছেন।“ বোর্ডের ভুল, বোর্ডকেই খেসারত দিতে হবে। তাদেরকেই বঞ্চিত ব্যক্তিকে চাকরির বন্দোবস্ত করতে হবে- পর্যবেক্ষণ বিচারপতির।