ডার্বিতে দেখতে গিয়ে মাঠেই প্রাণ হারালেন ইস্টবেঙ্গলের এক সমর্থক। নাম জয় শঙ্কর সাহা। বয়স ৩৮ বছর। শনিবার ছিল ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি। সেই ম্যাচ দেখতে এসে অসুস্থ হন জয় শঙ্কর। জানা যাচ্ছে, ম্যাচ দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হন এই লাল-হলুদ সমর্থক। জয় শঙ্কর সাহার বাড়ি বাগুহাটি এলাকায়।
ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় গ্যালারিতেই অসুস্থ বোধ করতে থাকেন জয় শঙ্কর। সমর্থকরা জানান, তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ ছুটে আসে। তাঁকে দ্রুত কাছের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:ফের ডার্বির রং সবুজ মেরুন, ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল বাগান ব্রিগেড















































































































































