শীতের আনন্দের (Winter Fun) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ঘোরা ফেরা আর খাওয়া দাওয়া। আর বাঙালির কাছে শীত মানেই চিড়িয়াখানা (Zoo)। গায়ে সোয়েটার পরে হাতে কমলালেবু নিয়ে দুপুরের রোদ গায়ে মেখে বাঘ, ভাল্লুক, কুমির, হাতি দেখার আনন্দটাই আলাদা । এবার সেই তালিকায় যুক্ত হল চিতা (Cheetah)। সপরিবারে দুই শাবকসহ চারটি চিতা (Cheetah)আপনাকে স্বাগত জানাতে চলেছে । এ বার শীতে পশু ও প্রকৃতিপ্রেমীদের নজর কাড়তে চলেছে বর্ধমানের (Burdwan)রমনা বাগান অভয়ারণ্য (Ramanabagan Zoo)। মিনি জু-তে চার চারটি চিতা স্বাগত জানাবে দর্শকদের।
এবার শীতে বাবা মায়ের সঙ্গে ছোট্ট দুই চিতা শাবক কেও দৌড়াদৌড়ি করতে দেখার আনন্দ পাবেন বর্ধমানবাসী। রমনা বাগান অভয়ারণ্য ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ। বন বিভাগের তরফ থেকে দর্শকদের মনোরঞ্জন করতে ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সবথেকে উল্ল্যেখযোগ্য হল এই প্রথম রমনাবাগানে প্রবেশের পরই দর্শকরা চার চারটি চিতা বাঘের দর্শন পেতে চলেছেন। বনবিভাগ (Forest Department) সূত্রে জানা যায় চিতা শাবকদের উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী (Nisha Goswami) বলছেন রমনা বাগানের ইতিহাসে এই প্রথমবার দর্শকরা একসঙ্গে চারটি চিতা বাঘ দেখার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। চিড়িয়াখানায় রয়েছে ভাল্লুক তো থাকছেই পাশাপাশি সম্বর হরিণের এনক্লোজার। পাশপাশি রয়েছে স্পটেড ডিয়ার ও বার্কিং ডিয়ারের খাঁচা।এরপর পাখির খাঁচা তে এমু, গোল্ডেন পিজিয়ন, সিলভার পিজিয়ন আর জাতীয় পাখি ময়ূরের দেখা মিলবে। জলাশয়ে দেখা পাওয়া যাবে ঘড়িয়ালদের।পাখির খাঁচার উল্টোদিকে রয়েছে এই পার্কের অন্যতম আকর্ষণ বিশাল কুমির। তবে সব থেকে বড় আকর্ষণ চিতা মনে করছে বন দফতর।