মার্কিন মুলুকে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু তিন ভারতীয় ছাত্রের। মৃতদের নাম প্রেম কুমার রেড্ডি গোদা (২৭), পাভানি গুল্লাপল্লি (২২) এবং সাই নরসিমা পাতামসেট্টি (২২)। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরও পাঁচজন।কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ম্যাসাচুসেটস পুলিশ।

আরও পড়ুন: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, এক পুলিশ অফিসার-সহ নিহত ৫
জানা গিয়েছে, মঙ্গলবার ভোড় সাড়ে পাঁচটা নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসের শেফিল্ড শহরে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, বার্কশায়ার কাউন্টির পাইক রর্ডের কাছে ৭ নম্বর রুটের একটি টয়োটা সিয়েনা ও একটি শেভ্রোলেট সিলভারডোরের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্হঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ভারতীয় শিক্ষার্থীর। আহত হন অন্তত পাঁচজন।আহত, মনোজ রেড্ডি দোন্ডা(২৩), শ্রীধর রেড্ডি চিন্তাকুন্তা(২২), বিজিত রেড্ডি গুম্মালা(২৩) এবং হিমা ইশ্বর্য সিদ্দিরেড্ডি(২৩) প্রত্যেকেই একই গাড়িতেই ছিলেন।তাঁদের তড়িঘড়ি বার্কশায়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় প্রশাসনের তরফের খবর, প্রত্যেকেই ছিলেন কলেজ পড়ুয়া। ৬ জন পড়ুয়া ছিলেন নিউ হাভেন ইউনিভার্সিটিতে পাঠরত ও স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির এক পড়ুয়া ছিলেন। এরা প্রত্যেকে একটি গাড়িতেই ছিলেন। আর অপর গাড়িতে ছিলেন শুধুমাত্র চালক। ৪৬ বছরের আর্মান্দো বাতিস্তা ক্রুজকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ভারতীয় দূতাবাসেও এই মর্মান্তিক ঘটনার খবর দেওয়া হয়েছে।








































































































































