ফের সাফল্যের শিখরে বাংলা। রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রের আর্থিক বঞ্চনা, বিজেপির লাগাতার কুৎসা-অপপ্রচারের পরেও দমে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জন্ম থেকে মৃত্যু, বাংলার শতাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ইতিমধ্যেই দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এসেছে একাধিক আন্তর্জাতিক সম্মান। আরও একবার সাফল্যের স্বীকৃতি পেল তৃণমূল সরকারের।

আরও পড়ুন: এখনই অর্থসাহায্য নয় শ্রীলঙ্কাকে, ঘোষণা বিশ্বব্যাঙ্কের
এবার বিশ্ব ব্যাঙ্কের তরফে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। শুধু তাই নয়, প্রকল্পগুলিকে আরও বিস্তার, জনপ্রিয় ও জনমুখী করতে
বাংলাকে প্রায় ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তাও দেওয়ার ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক।

সম্প্রতি তিনদিন ব্যাপী একটি পর্যালোচনা বৈঠকে বসেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। সেখানেই পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী সামাজিক প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন তাঁরা। এবং বৈঠক শেষে বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয় রাজ্য সরকারকে ১২৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা সহায়তা করা হবে। যার মধ্যে আগামী ডিসেম্বরেই প্রায় ৩০০ কোটি টাকা পেতে চলেছে বাংলা।








































































































































