৫৩ বলে ৮২ রান। তার পরও কেউ বিরাট কোহলিকে এক্ষুণি অবসর নিতে বলতে পারেন! শোয়েব আখতার পারেন বটে!
পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন, বিরাট কোহলির অবিলম্বে টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত! তাঁর মুখে এই সময়ে দাঁড়িয়ে এমন কথা শুনে হয়তো অনেকেই চমকে উঠবেন। তবে আখতার তাঁর এমন দাবির পিছনে যুক্তিও খাড়া করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচে অবিশ্বাস্য ম্যাচ জেতানো ইনিংস খেলে বিরাট কোহলি সমালোচকদের চুপ করে দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মেলবোর্নের রোমাঞ্চকর ম্যাচে একাই পাকিস্তানকে দুরমুশ করেছিলেন। পাকিস্তানের তারকা পেসারদের ক্লাস নিয়েছিলেন একাই।
নিজের ইউ টিউব চ্যানেলে প্রথমে বিরাটের ইনিংসের প্রশংসা করেন আখতার। তার পর বলেন, এক্ষুণি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিৎ কোহলির।
FairPlay
আখতার বলেন, “আমি মনে করি ও পাকিস্তানের বিরুদ্ধে জীবনের সবচেয়ে সেরা ইনিংস খেলেছিল। ও এমনভাবে খেলেছে যে কোনও বোলার আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ও সেদিন প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। আমি চাই কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিক। ও নিজের সমস্ত শক্তি ও এনার্জি টি-টোয়েন্টি ক্রিকেটে দিয়ে ফেলছে। এই একই এনার্জিতে ও ওয়ানডে ক্রিকেটে তিনটে সেঞ্চুরি করতে পারে।”
তিন বছর ধরে সেঞ্চুরির মুখ দেখেননি। বিরাট কোহলি একটা সময় সমালোচনা শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ফর্মে ছিলেন না, রান পাচ্ছিলেন না।ব-কলমে অধিনায়কত্ব পর্যন্ত হারান তিনি। কিন্তু তিনি অনুশীলনে খামতি রাখেননি।




















 
























































































































