সদ্য প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম। তারপরই ইউটিউবে নিজের মিউজিক ভিডিয়ো প্রকাশ করলেন তিনি। দীপাবলির রাতে মুক্তি পাওয়া সেই ভিডিয়ো এখন ইউটিউবের হিট লিস্টে। এক দিনে ৪২ লক্ষ ভিউ হয়েছে ভিডিয়োটির।শুধু তাই নয়, জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করছেন এই অপরাধী। যেখানে নিয়মিত যোগ দিচ্ছেন বিজেপি নেতারা।রবিবার বিজেপির এক বিধায়কও হাজির ছিলেন সেখানে।
আরও পড়ুন:বিজেপি সরকারের বদান্যতায় ফের জেলমুক্ত ধর্ষ*ণ ও খু*নে অভিযুক্ত গুরমিত রাম রহিম
২০১৭ সালে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত। তারপর থেকে জেলেই বন্দি। তবে গতও ৫ বছরে তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন ৫ বার। এবছরই এই নিয়ে ৩ বার জেল থেকে বেরিয়েছেন তিনি। কখনও পরিবারের সঙ্গে দেখা করবেন বলে, কখনও আবার নিজের আশ্রমে থাকবেন বলে এক মাসের কাছাকাছি ছুটি নিয়েছেন। জেল থেকে বেরনোর পর গেরুয়া শিবিরের দয়ায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাও মেলে তাঁর। এ বারও দীপাবলির ঠিক আগেই প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম। এ বার বেরিয়েই প্রকাশ করলেন নিজের মিউজিক ভিডিয়ো।
এর আগে ছ’টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শেষেরটি হয়েছিল ২০১৪ সালে। নাম, হাইওয়ে লাভ চার্জার। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ৩০ লক্ষ কপি বিক্রি হয়েছিল অ্যালবামটির। সেই গুরমিতের মিউজিক ভিডিয়ো ইউটিউবে ফের জনপ্রিয়তা পেয়েছে। গুরমিত অবশ্য জানিয়েছেন, মিউজিক ভিডিয়ো হলেও, তাঁর নতুন গানটি আসলে ভজন, ঈশ্বরের নাম গান। স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম-ও জানাচ্ছে, তাঁর হাতে এখনও আরও ৮০০টি এমন ভজন তৈরি আছে। ভক্তরা সেই ভজনও শুনতে পাবেন। তবে তাদের ধৈর্য ধরতে হবে।
এদিকে প্যারোলে মুক্তি পাওয়া দোষী গুরমিতের এই সৎসঙ্গ ও মিউজিক ভিডিয়ো প্রকাশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেল থেকে ছুটি পাওয়া ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ‘বাবা’ উত্তরপ্রদেশে নিজের আশ্রমে রয়েছেন বলে দাবি কংগ্রেসের। এমনকি তাঁর অনলাইন সৎসঙ্গে হরিয়ানার বহু বিজেপি নেতা সেই শিবিরে নিয়মিত থাকছেন বলেও দাবি ।
প্রসঙ্গত, ২০০২ সালে দুই শিষ্যাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে গুরমিতের বিরুদ্ধে। সেই অপরাধেই ২০১৭ সালের ২৮ অগস্ট তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে এক সাংবাদিককে খুন করার অপরাধে ২০১৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাম রহিমকে।