কাজে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার পূজালিতে। মঙ্গলবার রাতে পূজালির ইন্দিরা ঘাট থেকে নৌকায় উঠেছিলেন একসঙ্গে ৯ জন। ঘাট থেকে নৌকা ছাড়তেই বিপত্তি। হুগলি নদী পারাপারের সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে। তড়িঘড়ি ডুবুরি নামিয়ে শুরু হয় খোঁজাখুজি। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ১। তাঁর নাম শেখ সাবির(৪৪)। তাঁর খোঁজে জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন:পাখিরালয় দেখে ফেরার পথে নৌকাডুবি, কুলতলীতে মৃত ২, নিখোঁজ আরও ২

মঙ্গলবার রাত ৯টা ২৫ নাগাদ পূজালি থেকে একটি মোটর চালিত নৌকা ন’জন শ্রমিককে নিয়ে চেঙ্গাইলে আসছিল। জানা যায় নৌকাটি পূজালি থেকে কিছুটা আসার পর নদীতে আচমকাই জোয়ার আসে। তাতেই উল্টে যায় নৌকাটি। ৮ জন শ্রমিক সাঁতরে ঘাটে উঠে গেলেও একজন এখনও নিখোঁজ। ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার দল নামানো হয়েছে। স্পিডবোর্ড নিয়ে বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ।
নৌকাডুবি প্রসঙ্গে পূজালি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফজলুল হক বলেন, “সাড়ে ৯টার সময় হঠাই আমরা খবর পাই। হাওড়ার একটি জুটমিলে ওরা প্রতিদিনই কাজে যায় ।আজ নাইট ডিউটি ছিল ওদের। কিন্তু, আজ কাজে যাওয়ার পথে জোয়ারের টানে নৌকাডুবি হয়ে যায়। নৌকায় মোট ৯ মিল শ্রমিক ছিলেন। ৮ জন উদ্ধার হয়েছে। ১ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।”








































































































































