‘ফ্রেশার্স ওয়েলকাম’ (Freshers welcome) শব্দটার সঙ্গে এবার পরিচিত হতে চলেছেন রাজ্যের স্কুল পড়ুয়ারাও। রাজ্য স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে ১৩ দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education) ও মধ্যশিক্ষা পর্ষদকে (Board of Secondary Education) এই নিয়ে নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের জন্য এবার স্কুলে স্কুলে পালিত হবে গ্রাজুয়েশন সেরেমনি (Graduation Ceremony)।
পড়াশুনার প্রতি এবং স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক বাড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সেই তালিকায় যুক্ত হল এই নয়া নির্দেশিকা। স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের মতে এর ফলে নতুন ক্লাসে উঠে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে। ড্রপ আউট (Drop Out) কমে যাওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলেও মত শিক্ষাবিদদের একাংশের।প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন এই নিয়মকে। বিদেশের বিভিন্ন স্কুলে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে স্কুল পড়ুয়াদের উৎসাহিত করার রীতি রয়েছে। প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২ রা জানুয়ারি এই বিশেষ সম্মান দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর কালীপুজোর ছুটির পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে।
শিক্ষা দফতরের তরফে যে ১৩ দফা গাইডলাইন পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে:
• প্রতিবছর ২ রা জানুয়ারি বা তারপরের দিন থেকে স্কুলে স্কুলে এই গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠান করতে হবে।
• নতুন ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সম্মান এবং শুভেচ্ছা জানাবেন প্রধান শিক্ষক বা শিক্ষিকা।
• মিষ্টি চকলেট ইত্যাদি দিয়ে ক্লাস টিচার ছাত্রছাত্রীদের স্বাগত জানাবেন।
• নতুন ক্লাসে একসঙ্গে সব ছাত্রছাত্রীদের নিয়েই এই অনুষ্ঠান করতে হবে।
• এই অনুষ্ঠানের মাধ্যমেই ছাত্রছাত্রী এবং টিচারের সম্পর্ক সুন্দর হবে এবং এর মাধ্যমে নবাগত ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে স্কুলের টিচার এবং বাকিদের সঙ্গে পরিচিত করাবেন।
• এই অনুষ্ঠানের মুহূর্তে নবাগত ছাত্র ছাত্রীদের স্কুলের ইতিহাস জানানোর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবার কথা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানাতে হবে।
• পড়ুয়াদের জন্ম তারিখ ছবি সহ রাখার জন্য প্রতিটি স্কুলে একটি ফটো কর্নার রাখতে হবে।
• শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক যাতে আরো নিবিড় হয় বন্ধুত্বপূর্ণ হয় সেই দিকটা মাথায় রেখে ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের ছবি তুলতে হবে প্রত্যেক বছর। সেই ছবিও ফটো কর্নারে সাজিয়ে রাখতে হবে।
• শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষকের স্বাক্ষরিত চিঠি, প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দিতে হবে।
• গ্রুপ লার্নিং এর জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে হবে এবং সেটাও এই সময়সীমার মধ্যেই করা বাধ্যতামূলক।
• ক্লাস মনিটর, কালচারাল মনিটর, স্পোর্টস মনিটর মিড ডে মিল মনিটরের নমিনেশন এই সময়সীমার মধ্যেই জমা করতে হবে।
• ক্লাসে ছাত্রছাত্রীদের বসার যাতে কোন অসুবিধা না হয় সেদিকে নজর দিতে হবে।
• এই অনুষ্ঠানের তথ্যচিত্র তৈরি করে প্রত্যেক বছর স্কুলগুলিকে বুকলেট আকারে তা প্রকাশ করতে হবে।









































































































































