চাঁদের হাট শিল্পা শেট্টির বাড়িতে, জমে উঠেছে দীপাবলি পার্টি!

0
2

প্রতি বছরের মতো এই বছরও অভিনেত্রী শিল্পা শেট্টির দিওয়ালি পার্টিতে তারকা সমাবেশ। এ যেন চাঁদের হাট। বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরা দীপাবলিতে মেতে উঠেছেন শিল্পা শেট্টির পার্টিতে।

জাঁকজমকপূর্ণ শিল্পা শেট্টির পার্টিতে হাজির হয়েছেন বোন শমিতা শেট্টি, সোনু সুদ থেকে শুরু করে একতা কাপুর, রকুল প্রতী সিং, জ্যাকি ভাগনানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, অনিল কাপুর, অর্পিতা খান, মণীশ মালহোত্রা সহ আরও অনেকে। এককথায় দীপাবলিতে জমজমাট শিল্পা শেট্টির বাড়ি।

আরও পড়ুন- নারীর শিকল ভাঙার গল্পই এবারের থিম টালিগঞ্জের কলাবাগান সর্বজনীন কালীপুজোর