বিজেপি শাসিত রাজ্যে রেশনকার্ডে যিশুর ছবি, চাঞ্চল্য কর্নাটকে

0
4

গণতান্ত্রিক ভারতবর্ষে রেশনকার্ডে যিশুর ছবি! এই ছবিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কর্নাটকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যিশুর ছবি-সহ রেশনকার্ডের ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় বিজেপির তরফে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। রাজ্যের একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও তদন্তের দাবি তুলেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে পিটিয়ে মারা হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে

যিশুর ছবি দেওয়া এই রেশন কার্ড পাওয়া গিয়েছে ডোডলাহালিতে। সেই রেশনকার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিজেপি রাজ্য নেতৃত্ব বিষয়টি জানতে পারে। গেরুয়া দল এই ঘটনার তীব্র নিন্দা করেছে। কর্নাটক রাজ্য বিজেপির মুখপাত্র এস প্রকাশ জানিয়েছেন, এটা অত্যন্ত জঘন্য ঘটনা। সরকারের দেওয়া রেশনকার্ডে কোনওভাবেই কোনও ধর্মীয় গুরুর ছবি ছাপা যায় না। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হোক। দল চায়, ঘটনায় জড়িত বা জড়িতদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার। কর্নাটকের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও এই ঘটনার কড়া নিন্দা করেছে। তারাও দাবি করেছে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, কর্নাটক বিধানসভায় ধর্মান্তরকরণ বিরোধী বিল পাশ হয়েছে। বিলে বলা হয়েছে, লোভ দেখিয়ে, প্রভাব খাটিয়ে বা জোর করে কাউকে তার ধর্মবদল করা হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তাকে ১০ বছরের কারাবাসের সাজা দেওয়া হবে। এই মামলা পুরোপুরির জামিন অযোগ্য।