পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণের অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাইবাসা(Chaibasa) এলাকায়। ন্যাক্কারজনক এখানে ঘটনার প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড(Jharkhand) পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার(Arrest) করা হয়েছে ১০ জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ইঞ্জিনিয়ার বছর ২৬-এর ওই নির্যাতিতা চাইবাসার এক উপজাতি সম্প্রদায়ভুক্ত। নির্যাতিত বয়ান অনুযায়ী, ঘটনার দিন তিনি ও তাঁর এক বন্ধু রাস্তায় হাঁটছিলেন। সেইসময়েই ৮-১০ জন যুবক সামনে এসে তাঁদের রাস্তা আটকায়। তার সঙ্গীকে বেধড়ক মারধর করার পাশাপাশি যুবতীকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন জায়গায় গণধ*র্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে। এই মুহূর্তে যুবতী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর এই অভিযোগ পাওয়ার পর হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি এফআইআর দায়ের করে সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত।














































































































































