দীপাবলিতে (Diwali) বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। আগামী ২২ অক্টোবর থেকে টানা ১০ দিনের ছুটি (Holiday) পেতে চলেছেন সরকারি কর্মচারীরা (Government Employees)। স্বভাবতই খুশির মেজাজ কর্মীদের মধ্যে।
সামনে কালীপুজো (Kali Puja), দীপাবলীর আনন্দে মিশেছে ছুটির মেজাজ। কালীপুজোর থেকে ছটপুজো পর্যন্ত মাত্র একদিন একটু কষ্ট করে অফিসে যেতে হবে সরকারি কর্মীদের। আর সেই দিনটা যদি কোনও ভাবে ম্যানেজ করে নেওয়া যায় তাহলে তো টানা ১০ দিনের জন্য কেল্লাফতে। ক্যালেন্ডারে চোখ পড়া মাত্রই খুশির ঝিলিক সরকারি কর্মচারীদের চোখে মুখে। কালীপুজো পড়েছে সোমবার অর্থাৎ ২৪ অক্টোবর। তার আগে ২২ এবং ২৩ অক্টোবর শনিবার ও রবিবার, তাই এমনিই ছুটি। কালীপুজো উপলক্ষে বাড়তি দু’টি ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ২৪ তারিখের পর ২৫ ও ২৬ অক্টোবর ছুটি। ভাইফোঁটা ২৭ অক্টোবর, অগত্যা সেদিনও ছুটি। এই হিসেবে ২২-২৭ অক্টোবর টানা ছুটি। এরপর ২৮ অক্টোবর শুক্রবার অফিস করতে হবে। তবে কেউ যদি সেই দিনটা ম্যানেজ করতে পারেন তাহলে আবার টানা ছুটি। ২৯ অক্টোবর শনিবার ছুটি, ৩০ অক্টোবর রবিবার ছটপুজো। ছট উপলক্ষে ৩১ অক্টোবর সোমবার রাজ্য সরকারি ছুটি। সব মিলিয়ে ২২-৩১ অক্টোবর পর্যন্ত ছুটি আর ছুটি, মাত্র একদিন খোলা থাকবে অফিস। ইতিমধ্যেই চড়চড়িয়ে বাড়ছে ট্রেন এবং বাসের টিকিটের দাম। প্রাক শীতের আবহে এই ছুটির সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। একবার টিকিট কেটে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারলে আর পায় কে, তাই না?









































































































































