Dengue: ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

0
12

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল বৃদ্ধার। বরাহনগরে (Baranagar) ৬৪ বছরের বৃদ্ধার মৃ*ত্যু ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক। বরাহনগর পুরসভার (Baranagar Municipal Corporation) ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডোনা মুখোপাধ্যায় বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত থাকার পর বুধবার মারা যান। স্বাস্থ্য দফতরের (Health Department) হিসেব অনুযায়ী, ডেঙ্গি (Dengue) আক্রান্ত নতুন রোগীর সংখ্যা এক হাজারেরও বেশি।

উল্লেখ্য ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য প্রশাসন। জেলায় জেলায় প্রচার অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। ডেঙ্গি মোকাবিলার জন্য এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কলকাতার মেয়র পুরসভার মিটিংয়ে বারবার করেই সচেতনতা মূলক প্রচারের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। মূলত ডেঙ্গি পরীক্ষা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে এবং গতকাল থেকে কিছু রিপোর্ট পোর্টালে এন্ট্রি করা বাকি ছিল, সেগুলিও এন্ট্রি করা হয়েছে । পুজোর আগে থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে পৃথক ফিভার ক্লিনিক খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। কারও জ্বর হলে বা কোনও উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত ডেঙ্গি ও অন্যান্য মশাবাহিত রোগ হয়েছে কি না তার জন্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।