দুর্গাপুজোর পর কালীপুজোতেও আবহাওয়া থাকবে প্রতিকূল। বর্ষার বিদায়বেলায় নিম্নচাপের ভ্রুকুটি। কালীপুজো-দীপাবলীতে কি বাংলার বুকে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়? সাইক্লোনের অভিমুখ বাংলা! হাওয়া অফিস বলছে, আগামী মঙ্গলবার অর্থাৎ কালীপুজোর পরেরদিন বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় “সিত্রাং”! যার ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা আগাম সতর্কতা হিসেবে রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যাঁরা মাছ ধরতে ইতিমধ্যেই সমুদ্রে পাড়ি দিয়েছেন, শনিবারের মধ্যে তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে।
এদিকে, আয়লা-আমফান-ইয়াসের পর রাজ্যের নতুন বিপদ ডেকে আনতে পারে ”সিত্রাং”। এবিষয়ে ইতিমধ্যেই নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠক থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসককে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত উপকূলীয় জেলার জেলা শাসকদের কাছে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব যদি রাজ্যে পড়ে, উপকূল অঞ্চলের মানুষকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে তা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপের রূপ নেবে। শুক্রবার থেকে তা ক্রমশ শক্তি বাড়াবে। আগামী সোমবার, কালীপুজোর দিন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আপাতত শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।











































































































































