সল্টলেকের করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।বৃহস্পতিবার করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন ২০১৭-র টেট চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকায়। আন্দোলনকারীরা তখন ছুটতে শুরু করেন। পরে করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। অন্যদিকে, করুণাময়ীতে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের ধর্না-অনশন এখনও চলছে।
পর্ষদ তাদের দাবি অনায্য বলার পর, এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। প্রাথমিক শিক্ষা পর্ষদ সাফ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের।যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।
এই টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার ২০১৭এর টেট উত্তীর্ণরা আন্দোলনে নামায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, এভাবে রাস্তায় বসে না থেকে তারা বরং আদালতে যান।কিন্তু আন্দোলনকারীরা কোনও কিছুতেই কর্ণপাত করছেন না।











































































































































