শনিবার হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে এক যুবককে ফেলে দেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। ঘটনার ভিডিয়ো দেখে পুলিশ মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল। এবার ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিলেন আরেক যাত্রী,জখম যুবক উদ্ধার

জানা গেছে, রামপুরহাট থানার পুলিশ ঘটনার পরেরদিন অর্থ্যাৎ রবিবার মূল অভিযুক্তের সঙ্গে থাকা নাসির শেখ নামে একজনকে গ্রেফতার করেছিল। এরপরই মঙ্গলবার কলকাতার মির্জা গালিব স্ট্রিটের কাছ থেকে মূল অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করা হয়। সেখান থেকেই তাকে বীরভূম নিয়ে যাওয়া হয়। এরপরই রামপুরহাট আদালতে তোলা হয় তাকে। বিচারক অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার চলন্ত হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা থেকে সজল শেখ নামের এক যাত্রীকে ঠেলে ফেলে দেয়। এরপর কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে। চাঞ্চল্যকর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।








































































































































