পার্ক সার্কাস স্টেশনে লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন তিনজন।এই ঘটনাকে কেন্দ্র করে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে।রেল লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এক মহিলা ও দুই শিশু। মহিলার চোট গুরুতর হলেও শিশুদুটি সেভাবে আঘাত পায়নি। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে।পরে রেল পুলিশ এসে অবরোধকারীদের তুলে দেয়।
অভিযোগ, ওই স্টেশনে ওভারব্রিজ থাকলেও সেটির অবস্থা মোটেই সুবিধার নয়।তাই লাইন পেরোনোর সময় কেউই ওভারব্রিজ ব্যবহার করেন না।ঘটনার সময় হঠাৎই শিয়ালদহমুখী একটি ট্রেন এসে পড়ে। মহিলা দুই শিশু সন্তানকে নিয়ে লাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে তিনি তড়িঘড়ি লাইন পেরোনোর চেষ্টা করেন।তখনই দুর্ঘটনার সম্মুখীন হন।












































































































































