দীপাবলি-কালীপুজের আগেই ফের দুধের দাম বাড়াচ্ছে আমূল (Amul)। একে মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস। তার উপর উৎসবের মরশুমে অতিরিক্ত খরচ। এই পরিস্থিতিতে দুধের দাম বাড়াল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। তবে, সেই দাম গুজরাট (Gujrat) ছাড়া সারা দেশেই লাঘু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধি।
ক্রমবর্ধমান ‘প্রোডকশন কস্ট’ বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে কোম্পানি সূত্রে খবর। আমূলের ঘোষণা অনুযায়ী,
এখন এক লিটার ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি বেড়ে হল ৬৩ টাকা। আগে ছিল ৬১ টাকা।
আমূল শক্তি, আমূল গোল্ড, আমূল তাজা- সব দুধই লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে।
এই নিয়ে এবছর তৃতীয়বারের মতো দাম বাড়াল আমূল। এর আগে অগাস্ট ও মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল তারা। অগাস্টে আমূল-সহ বড় বড় দুধ উৎপাদনকারী তাদের পণ্যের দাম ৫টাকা বাড়িয়েছিল। তবে, উৎসবের মরশুম এই দাম বৃদ্ধিতে চিন্তায় মধ্যবিত্ত। পাশাপাশি, গুজরাটে দাম বৃদ্ধি নাহওয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।