ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ৩৯০ পয়েন্ট নামল সেনসেক্স

0
2

?সেনসেক্স ৫৭,২৩৫.৩৩ (⬇️ -০.৬৮%)

?নিফটি ১৭,০১৪.৩৫ (⬇️ -০.৬৪%)

যুদ্ধ পরিস্থিতিতে লাগাতার রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। আন্তর্জাতিক বাজারে পতনের প্রভাব এসে পড়ল দেশের শেয়ারবাজারে। বৃহস্পতিবার বাজার খোলার পর কার্যত ধ্বস নামল দালাল স্ট্রীটে। এদিন ৩৯০ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ১০৯ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৯০.৫৮ পয়েন্ট বা -০.৬৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,২৩৫.৩৩। এনএসই নিফটি (NSE Nifty) -১০৯.২৫ পয়েন্ট বা -০.৬৪ শতাংশ নেমে হয়েছে ১৭,০১৪.৩৫।