জ*ঙ্গিদের গুলিতে আহত আর্মি ডগের লড়াই শেষ, সেনা হাসপাতালে মৃত জুম

0
2

মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিয়েও শেষরক্ষা হল না। সেনা হাসপাতালে (army hospital)  মৃত অনন্তনাগ এনকাউন্টারে আহত আর্মি ডগ (Army Zoom) জুম (Zoom)। সেনার পশু চিকিৎসকরা অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারলেন না। শ্রীনগরের সেনা হাসপাতালে (Srinagar Army Hospital) মৃত্যু হল সেনার সাহসী যোদ্ধা কুকুর জুমের (Zoom)।

জ*ঙ্গিদের ছোড়া গুলি বুকে নিয়ে আহত হওয়ার পর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুমকে। কিন্তু জার্মান শেফার্ড প্রজাতির এই আর্মি ডগ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীনগরের অ্যাডভান্স ফিল্ট ভেটেনারি হাসপাতালে চিকিৎসা চলছিল আহত জুমের। আজ, বৃহস্পতিবার পৌনে বারোটা নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বহু অভিযান ও এনকাউন্টাড়ে ভারতীয় সেনার সঙ্গী ছিল জুম। অত্যন্ত সাহসী- দক্ষ-প্রশিক্ষিত এই আর্মি ডগ। উপত্যকায় অনেক প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়েও জ*ঙ্গিদের যখন
নাগাল পাওয়া যেত না, তখনই ময়দানে নামত জুম। তার মাধ্যমে বহু সফল অভিযান এসেছে সেনাবাহিনীতে।

সেরকমই গত, রবিবার কাশ্মীরের অনন্তনাগ জেলার তংপাওয়া গ্রামে জ*ঙ্গিদের খোঁজে অভিযান চালায় সেনাবাহিনীর চিনার কর্প। তাদের সঙ্গে ছিল জুম। জ*ঙ্গি ডেরার কাছাকাছি যেতেই তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দুই লস্কর জ*ঙ্গি। বুকে গুলি নিয়েও জ*ঙ্গিদের ডেরায় সেনা জওয়ানদের পৌঁছে দেয় জুম। দুই জ*ঙ্গিকে নিকেশ করে সেনা। দুই জঙ্গির নাম আসিফ আহমেদ ও ওয়াকিল আহমেদ। জুমের সাহায্যে নিয়েই তাদের হদিশ পাওয়া যায়। কিন্তু অনেক চেষ্টা করেও জুমকে বাঁচানো যায়নি।