আইএসএলে (ISL) যোগ দেওয়ার পর বুধবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম খেলতে নামে ইস্টবেঙ্গল (EastBengal)। কিন্তু শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ লাল-হলুদের। খেলা শেষের কয়েক মুহূর্ত আগে গোল খেয়ে ঘরের মাঠে এফসি গোয়ার ( FC Goa) বিরুদ্ধে হেরে যায় স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ২-১ গোলে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। তবে দল হারলেও ছেলেদের পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ। বললেন দ্বিতীয়ার্ধে ম্যাচে আমাদের আধিপত্য ছিল।

ম্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেন,” প্রথমার্ধে এফসি গোয়া অবশ্যই ভাল খেলেছে। আমরা একটু চাপে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে শাসন করেছি আমরা। জানি না ওদের গোলরক্ষক কী করে মাঠে ছিল? সুহেরকে ও রকম ফাউলের পর সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল রেফারির। বিপক্ষকে দশ জনে পেলে আমাদের সুবিধাই হত। গত দুটো ম্যাচেই আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
এখানেই না থেমে স্টিফেন আরও বলেন,” দ্বিতীয়ার্ধে যে গোলটা খেয়েছি তাতে হতাশ ঠিকই। তবে এটা ভেবে অন্তত খুশি যে, বাকি মরশুমে আমরা কেমন খেলব, তার একটা আভাস আজ পাওয়া গিয়েছে। এই ধরনের পারফরম্যান্সই আমরা উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি, নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হয়। আমরা এখন নিজেদের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি। আমাদের নতুন ফুটবলার, নতুন দল, চার সপ্তাহের অনুশীলনে আইএসএল খেলতে নামতে হয়েছে। যখন এসেছিলাম, হাতে মাত্র ১২ জন ফুটবলার ছিল। তারপরে অনেকে এসেছে। হেরে অজুহাত দিতে চাই না। সত্যি বলতে, এখন দলের খাতায় ছ’পয়েন্ট থাকলে খুশিই হতাম।”
আরও পড়ুন:সভাপতির পদ ছেড়ে এবার অন্য ভূমিকায় দেখা যাবে মহারাজকে, ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই
















































































































































