বিজেপি বিধায়ককে কারাদণ্ডের নির্দেশ আদালতের

0
4

২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গা মামলায় বিজেপি বিধায়ক বিক্রম সাইনি ও ১১ জনকে দু’বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।মঙ্গলবার বিশেষ আদালতে এই নির্দেশ দেওয়া হয়।এছাড়াও প্রত্যেকের  ১০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।

আরও পড়ুন:AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব সিআইডির 

২০১৩ সালের আগস্ট মাসে মজফফরনগরে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্ত পান তিনি। তবে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। বিশেষ আদালতে অভিযুক্ত বিজেপি বিধায়ক বিক্রম সাইনিকে দোষী সাব্যস্ত করে। বিশেষ আদালতের বিচারক গোপাল উপাধ্যায় বিজেপি বিধায়ক-সহ দোষী সাব্যস্ত ১১ জনকে ২ বছরের জেলের সাজার নির্দেশ দেন।পাশাপাশি দোষীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যদিও সাক্ষপ্রমাণের অভাবে অন্য ১৫ জন অভিযুক্তকে মুক্তি দিয়েছেন আদালতের বিচারক।

মজফফরনগরের গোষ্ঠীহিংসায় অভিযুক্ত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধ্বী প্রাচী, বিজেপি নেতা সুরেশ রানা সহ আরও অনেকে। এই নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে ঘৃণাভাষণ এবং হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল। যদিও উত্তরপ্রদেশের যোগী সরকারের সুপারিশ মেনে আগেই মুজফফরনগর গোষ্ঠীহিংসা মামলা থেকে তাঁদের রেহাই দেওয়া হয়েছে।