রাতের কলকাতায় ফের চলল গুলি। দুষ্কৃতীদের চালানো গুলিতে গুলিবিদ্ধ হন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম রতন কুমার সাধু খাঁ(৬৩)।

আরও পড়ুন:Entertainment: ‘চেলো শো’-র প্রিমিয়ার দেখতে পেল না রাহুল, যুদ্ধ শেষ ১০ বছরের ছেলেটার

জানা গেছে, চলন্ত একটি বাইক থেকে এক দুষ্কৃতী এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়।সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। গুলি ছিটকে তাঁর পেটে লাগে। আপাতত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন তিনি।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই ব্যক্তি রাত পৌনে এগারোটা নাগাদ ভাইয়ের বাড়ি থেকে খাবার খেয়ে দোকানে ঘুমোতে যাচ্ছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা।বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গলির মধ্যে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। এরপরই তিনি কাছের একটি বাড়িতে আশ্রয় নেন। তাঁর আত্মীয়রা এন্টালি থানার পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে আসে এন্টালি থানার বিরাট পুলিশ বাহিনী।









































































































































