Nabanna: পুজো শেষ হতেই অনুদানের হিসেব চাইল নবান্ন

0
3

রাজ্যের প্রায় ৪১ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, রাজ্য সরকারের দেওয়া অনুদানের অর্থ কোন খাতে খরচ করতে হবে, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সেই টাকা কী খাতে, কীভাবে খরচ হয়েছে তা জানতে তৎপর হল নবান্ন (Nabanna)।

এবছর প্রত্যেকটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্যের প্রায় ৪১ হাজার পুজো কমিটিকে এই অনুদান দিয়েছে সরকার। পুজো কমিটিগুলির প্রতি নবান্নের নির্দেশ, খরচের হিসাব দেখাতে উপযুক্ত বিল, ভাউচার ও শংসাপত্র জমা দিতে হবে আগামী তিনদিনের মধ্যে। জানা গিয়েছে, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, নিরাপত্তা প্রচার, মহিলাদের ক্ষমতায়নের মতোন সামাজিক কাজে টাকা খরচ করতে এই অনুদান। তাই ঠিক কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে, তা জানাতে বলা হয়েছে। রাজ্যের অনুদানের টাকা যদি ক্লাব বা পুজো কমিটিগুলি স্থানীয় কোনও উন্নয়নের কাজে ব্যাবহার করে থাকে, তাও জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার ৩,০০০ পুজো এবং রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন মোট ৩৫টি জেলা ও কমিশনারেট এলাকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রাজ্য অর্থ দফতর সূত্রের খবর, পুজো কমিটিগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে দেওয়া হয়েছিল দু’টি পৃথক ‘মেমো’র মাধ্যমে। রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলির হাতে অনুদান তুলে দেওয়ার জন্য।

আরও পড়ুন- বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীতে থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যজুড়ে বিজয়া পালন কর্মসূচি তৃণমূলের