রাজ্যে উৎসব পর্ব মিটতেই এবার দিল্লি সফরে চললেন রাজ্য বিজেপির(BJP) সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের বিমানের দিল্লি যাবেন তিনি। এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(JP Nadda) সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবে সুকান্তর দিল্লি(Delhi) সফরকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

উৎসব মরসুম শেষ হতে না হতেই সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মোমিনপুর। এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সুভাষ সরকার ও শুভেন্দু অধিকারী রাজ্যপাল এবং অমিত শাহকে চিঠি লিখেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেই অভিযোগ বিজেপির। এই ইস্যুতে সরব হয়ে মোমিনপুর ঢোকার আগে চিংড়িঘাটায় গ্রেফতার হন সুকান্ত। এহেন পরিস্থিতির মাঝে সুকান্তের দিল্লি সফর যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি উদ্দেশ্যে রওনা দেবেন সুকান্ত মজুমদার। তাঁর এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তাঁর। জানা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে রাজ্যে স্ট্রাটেজি তৈরির লক্ষ্যে সুকান্তর এই দিল্লি সফর। অবশ্য সুকান্তের ঘনিষ্টমোহন সূত্রে জানা যাচ্ছে কোনওরকম রাজনৈতিক ক্ষেত্র নয়, নিতান্ত ব্যক্তিগত কাজে দিল্লি শহরে বঙ্গ বিজেপি সভাপতি।













































































































































