ফের গুজরাট উপকূলে আটক ৩৫০ কোটি টাকার মাদক সহ পাক বোট

0
2

সাম্প্রতিক সময় দেশের নানা প্রান্তে মাদক পাচারের ঘটনা প্রকাশে এসেছে। আর এই তালিকায় বারবার উঠে এসেছে গুজরাটের(Gujrat) নাম। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার গুজরাট উপকূলে মিলল বিপুল পরিমাণ মাদক। কোস্ট গার্ড এবং গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) রাজ্য উপকূলে একটি পাকিস্তানি নৌকা থেকে উদ্ধার করল ৩৫০ কোটি টাকার মাদক। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে জানা গিয়েছে, কোস্ট গার্ড এবং গুজরাট ATS কর্মীরা আরব সাগরে ৫০ কেজি হেরোইন সহ ‘আল সাকার’ নামের একটি বোটকে আটক করে। ৬ জন ক্রু মেম্বার ছিল তাতে প্রত্যেককে আটক করা হয় এবং গুজরাটের জাখাউ বন্দরে আনা হয়েছে ওই পাক নৌকা। প্রশাসনের তরফে জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই মাদকের মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা। অবশ্য গুজরাটে এই ঘটনা একেবারে নতুন বিষয় নয় এর আগেও গুজরাট সংলগ্ন সমুদ্র থেকে আটক এক পাক নৌকায় উদ্ধার হয়েছিল প্রায় ৪০ কেজি মাদক যার বাজার মূল্য ছিল প্রায় ২০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে বার বার এভাবে মাদক পাচাদের চেষ্টার ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনায় সরব হয়েছে সেখানকার বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন মাদক উদ্ধার হওয়ার সত্বেও সরকার ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।