রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ছ’মাসেরও বেশি। প্রথম দিকে রুশ ফৌজ সাফল্য পেলেও সময় যত এগিয়েছে পাল্লা দিয়ে লড়াইয়ে ফিরেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইতিমধ্যে খারকভ অঞ্চলের প্রায় গোটাটাই ফের দখল করে নিয়েছে তারা। বিশেষজ্ঞদের মত, পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনে পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সেই আশঙ্কা আরও উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও মনে করেন রাশিয়া পারমাণবিক হামলা চলতে পারে।

নিজের দল ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার বাইডেন বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে পরমাণু হামলার কথা বলেন, সেটা মোটেই মজা নয়। কেনেডির সময়কার ১৯৬২-র কিউবার মিসাইল সংকটের পর এই ধরনের শুভ-অশুভর মধ্যে লড়াইয়ের ঘটনা আর ঘটেনি।”
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনে ছোট আকারের পরমাণু হামলা চালাতে পারে মস্কো। যদিও এই ধরনের হামলার জের সুদূর প্রসারী হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, “পুতিনের বাহিনী ইউক্রেনে একেবারেই সাফল্য পাচ্ছে না। সেই কারণেই বারবার পরমাণু বা রাসায়নিক হামলার কথা বলছেন তিনি। আর এটা মোটেই মজার ছলে বলা হচ্ছে না।” পুতিনকে ‘খুব ভাল করে চেনেন’ বলে দাবি করেন তিনি। বাইডেনের কথায়, “আমি দেখতে চাই কোথায় পুতিন থামছেন। কীভাবে সমাধান সূত্রে বের করবেন তিনি।’
আরও পড়ুন- রেড রোডে মেগা কার্নিভালের আগের দিন জেলায় জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা






































































































































