বন্দিদশাতে প্রথম পুজো-জন্মদিন, আজ সারাদিন কীভাবে কাটল পার্থর

0
4

এই প্রথম জেলে বসে বন্দিদশাতে কাটল পার্থ চট্টোপাধ্যায়ের পুজো। শুধু তাও নয়, আজ ৬ অক্টোবর পার্থর জন্মদিন। জেল সূত্রের খবর, পুজোর মধ্যে একদিন সেল থেকে জেলের পুজো মণ্ডপে গিয়েছিলেন পার্থ। তবে পুজো কাটতেই এদিন ছিল তাঁর জন্মদিন। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে সেই জন্মদিনও এবার কাটল আলিপুরের প্রেসিডেন্সি জেলে। তবে, আজ বৃহস্পতিবার সারাদিন সেলেই কাটিয়েছেন পার্থ। শেষবার অষ্টমীতে সেলের বাইরে এসেছিলেন। তারপর থেকে আর বাইরেই বের হননি।

বছরের পর বছর এই দিনটিতে তাঁর শুভাকাঙ্খী, অনুগামীরা ফুল-মিষ্টি দিয়ে শুভকামনা জানাতেন। পার্টি অফিসে কিংবা বাড়িতে, এই দিনে সব জায়গাতেই ভিড় লেগে থাকতো পার্থ চট্টোপাধ্যায়কে একপলক দেখার, শুভেচ্ছা জানানোর। তবে ২০২২ সালের ৬ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একেবারেই আলাদা। এসএসসি দুর্নীতি কাণ্ডে তিনি এখন জেলবন্দি।

আরও পড়ুন- দুর্গাপুজো মিটলেই প্রাথমিকে টেটের আবেদন গ্রহণ, যোগ্যতা মান কী?