মাল নদীর পর যমুনাতেও হড়পা বানে তলিয়ে গেল নাবালক। নিখোঁজ আরও দুই যুবক। দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দশমীর সন্ধ্যায় উত্তরপ্রদেশের আগ্রা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।

আরও পড়ুন:মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ওই ১৫ বছর বয়সি নাবালক সিকান্দ্রা থানা এলাকার বাসিন্দা। অন্য দুই নিখোঁজ যুবকের এক জনের বয়স ১৯, অপর জনের বয়স ২২। তাঁরা উভয়েই নিউ আগরা থানা এলাকার বাসিন্দা। তাঁদের খোঁজে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

এদিকে প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মালবাজারে বড়সড় বিপত্তি ঘটে মাল নদীতে । আচমকা হড়পা বানে ভেসে যান বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েক জন নিখোঁজ।সেখানেও রাতভর চলে উদ্ধারকাজ।









































































































































