বিসর্জনে বিপত্তি, বাবুঘাটে পে লোডারের গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন

0
3

বিসর্জনের (Immersion) দুপুরে ধুন্ধুমার কাণ্ড বাবুঘাটে (Babughat)। পে লোডারের গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন। পুরসভার (KMC) গাড়ি ব্রেক ফেল করে সোজা বাবুঘাটে যখন প্রতিমা নিরঞ্জন চলছিল তখন গিয়ে ধাক্কা মারে। এরপরই পুরসভার কর্মীদের সঙ্গে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের বচসা শুরু হয়। প্রশাসনের তরফ থেকে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বলে অভিযোগ করতে থাকেন বেশ কিছু মানুষ। কার্যত বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় বাবুঘাটে। গঙ্গার ধারের বেশ কিছু বালির বস্তা রাখা হয়েছিল সেই বালির বস্তাতেই পে লোডারের গাড়ি আটকে যায়। তা না হলে আরও বড় দুর্ঘটনা হতে পারতো বলে মনে করছেন অনেকেই। বিসর্জন দিতে আসা কয়েকজন মানুষ গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পে লোডারের গাড়ির চালককে মারধর করার অভিযোগ উপস্থিত পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীস কুমার (Debasish Kumar)। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছেন বলে জানা যাচ্ছে।