মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৫, আহত কমপক্ষে ১২

0
5

মুম্বইয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বান্দ্রা-ওরলি সি লিংকে রাস্তার দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি গাড়ি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন। জখম কমপক্ষে ১২জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ। এই ঘটনার কিছু আগেই মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে আরও একটি দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা চলছিল। রাস্তার পাশেই অ্যাম্বুল্যান্স দাঁড় করিয়ে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। ঠিক তখনই বেপরোয়া গতিতে অন্য একটি গাড়ি সজোরে ওই অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।