মহাসপ্তমীতে রীতি মেনে নবপত্রিকা স্নান, গঙ্গার ঘাটে চলছে উমা-বন্দনা

0
4

আজ মহাসপ্তমী (Maha Saptami) ,দুর্গাপুজোর দ্বিতীয় দিন। যদিও পুজোর নিয়ম মেনে আজই দেবীর প্রাণ প্রতিষ্ঠা পর্ব। সপ্তমীর সকালে নবপত্রিকা (Nabapatrika) স্নান দিয়েই ঘরের মেয়ের আরাধনা শুরু। প্রথমে কলাগাছে হলুদ মাখানো হয়। পরে সেটি নদীতে স্নান করানো হয়। এরপর শাড়ি পরিয়ে গাছটিকে নিয়ে আসা হয়। রাজ্যজুড়ে সর্বত্র ভোর থেকেই এই নিয়ম মেনে ঘাটে ঘাটে নবপত্রিকা স্নানের ভিড়।

কলকাতার জাজেস ঘাট (Judges Ghat) থেকে শুরু করে বাগবাজার ঘাট (Bagbazar Ghat) , সর্বত্রই চলছে নবপত্রিকা স্নান। বিভিন্ন জায়গা থেকে এসেছেন পুজোর উদ্যোক্তারা। মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই গঙ্গার ঘাটে। পুলিশ প্রশাসনিক তরফ থেকে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নবপত্রিকা স্নানের রীতিকে ক্যামেরাবন্দি করতে সকাল থেকেই অনেকেই গঙ্গার বিভিন্নভাবে উপস্থিত হয়েছেন। অন্যদিকে, শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari) শুরু মহাসপ্তমীর পুজো। নবপত্রিকা স্নানের পর্ব ইতিমধ্যে শেষ হয়ে, এবার চলছে পরবর্তী পর্যায়ের পুজো প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা। সকাল থেকেই পুজো দেখার জন্য রাজবাড়িতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।