আরেক মানবিক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও অ্যাডহক বোনাস দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে ৪৮০০ টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হবে বলে ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পুরসভা এবং ২২ টি জেলা মিলে বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা হলো৩৫৬১। ডাটা এন্ট্রি অপারেটর এর সংখ্যা৭০৫৬। এই প্রথম তাঁরা বোনাস পাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এর আগেই গ্রামীণ আশা কর্মীদের বোনাস বাড়িয়েছে রাজ্য। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় সাড়ে চার হাজার টাকা।

এতদিন শহরের আশাকর্মীরা বোনাস পেতেন সাড়ে চার হাজার টাকা। তবে রাজ্যের অন্যান্য জেলার আশাকর্মীরা বোনাস পেতেন দুই-আড়াই হাজার টাকা। এবার আর আলাদা ভাবে শহর বা জেলা নয়, সমস্ত আশাকর্মীরাই বোনাস পাবেন সাড়ে চার হাজার টাকা।
আরও পড়ুন- Dengue Update: বাড়ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি








































































































































