ফের পোশাকের উপর পড়ল কোপ। এবার বিমান সেবিকাদের (Flight attendants) জন্য জারি হল বিশেষ নির্দেশিকা। বিমানে সফরের সময় যাত্রীদের মনোযোগ যাতে আকর্ষিত না হয় সেই কারণে এবার বিমান সেবিকাদের বক্ষ যুগল ঢাকার নির্দেশ দিল পাকিস্তান এয়ারলাইন্স (Pakistan Airlines) । তাঁদের মতে বিমান সেবিকারা যখনই নিচু হয়ে কোনও কাজ করতে যান তখন তাঁদের বুকের দিকে সহজের যাত্রীদের দৃষ্টি আকর্ষিত হয়। এবার সেই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তান এয়ারলাইন্স। বিমান সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বিমানসেবিকাদের এই আচরণে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এমনকি অনেকের মনে অশ্লীল ভাবনাও জন্মাতে পারে বলে সংস্থার আধিকারিকরা মনে করছেন। তাই সবদিক বিচার করে এবার পোশাকের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে বিমানসেবিকাদের এমন পোশাক পরতে হবে যাতে তাঁদের বুক ঢাকা থাকে। কোনোভাবেই দেহের ঊর্ধ্বাংশ অনাবৃত না থাকে। শুধু মহিলা কর্মীই নন, পুরুষকর্মীদেরও সঠিক পোশাক পরতে হবে। নিয়ম না মানলে শাস্তির কথাও ঐ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।


প্রকাশ্যে এলো শাকিব-বুবলির সন্তান শেহজাদ খান বীর








































































































































