চোটের কারণে দক্ষিণ আফ্রিকা (South Africa) টি-২০ সিরিজে নেই যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর জায়গায় দলে এলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। শুক্রবার এমনটাই জানিয়ে দেওয়া হল বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী জানা যায়, পিঠে চোটের কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ।

মহম্মদ সিরাজকে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে দলে আনলেও টি-২০ বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে কিনা তা জানানো হয়নি বোর্ডের তরফ থেকে। টি-২০ বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন মহম্মদ শামি এবং দীপক চাহার। তাঁদের মধ্যে শামির করোনা হওয়ায় তিনি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী, বুমরাহ-এর পিঠে চোট রয়েছে। যে চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। যদিও অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন তিনি।
আরও পড়ুন:চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ : সূত্র
















































































































































