মোদি-শাহ জুটির “কু-নজর” এবার বিজ্ঞানে! বন্ধ হতে চলেছে গবেষণাক্ষেত্রের প্রায় ৮০০টি পুরস্কার

0
2

এবার নরেন্দ্র মোদি-অমিত শাহের (Narendra modi- amit shah) কু-নজর পড়ল দেশের বিজ্ঞান ক্ষেত্রে। কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের জমানায় এবার বন্ধ হতে চলেছে চলেছে বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত কয়েকশো পুরস্কার। পরিবর্তে মোদি-শাহ চাইছেন কেন্দ্রের পৃষ্ঠপোষকতা “ভারতরত্ন” সম্মাননার আদলে “বিজ্ঞানরত্ন” পুরস্কার প্রদান করতে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সচিব অজয় ভাল্লা সম্প্রতি এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। “শান্তিস্বরূপ ভাটনগর” পুরস্কার ছাড়া বাকি সমস্ত বিজ্ঞান সংক্রান্ত পুরস্কার বন্ধ হওয়ার পথে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (Union Ministry of Science and Technology) এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভূবিজ্ঞান-সহ বিভিন্ন মন্ত্রক বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত ৮০১টি পুরস্কার দেয়। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে তা কমে দাঁড়াতে পারে মাত্র ৬টিতে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের ২১১টি পুরস্কারের ২০৭টি বন্ধ হবে এ বার। পরমাণু শক্তি বিভাগের ৩৮টি পুরস্কারের সবগুলি বন্ধ হচ্ছে। মহাকাশ বিজ্ঞান বিভাগেরও তিনটি পুরস্কারই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞান ও শিল্প গবেষণা বিভাগের ৭টি পুরস্কারের মধ্যে বন্ধ হবে ৬টি। এ ছাড়া ভূবিজ্ঞান মন্ত্রকের ৪টি পুরস্কারের মধ্যে তিনটিকে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টির মধ্যে ১৩টি এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের ৩৭টির মধ্যে ৩৪টিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।