ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোট করিয়েছে রাশিয়া। সেই গণভোট নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় দূত এই বিষয়ে সমস্ত কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরতে অনুরোধ করেছেন তিনি।
আমেরিকার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেদেশে গিয়েছিলেন জয়শংকর। তিনি বলেছেন, “এই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা ভাবনা চিন্তা করছি। আমি মনে করি রাষ্ট্র সংঘেও এই বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে ভারতের দূত কী বলেন, তার জন্য আপনাদের অপেক্ষা করা উচিত।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলা হয়েছিল ভারতের তরফে। দুই দেশ যেন একে অপরের ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করে এমন পরামর্শও দিয়েছে ভারত। কিন্তু ডনবাসে রাশিয়ার গণভোট করানোর অর্থ সেই অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার পথে একধাপ এগিয়ে যাওয়া।
এসসিও সম্মেলনে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদি বলেছিলেন ‘এটা যুদ্ধ করার সময় নয়।” আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলির কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল এই বক্তব্য।













































































































































