ববিতার পর এবার প্রিয়াঙ্কা (Priyanka Shaw)। নিয়োগ দুর্নীতির জট কাটিয়ে এবার সুখবর পেলেন প্রিয়াঙ্কা সাউ। একাদশ-দ্বাদশের নিয়োগ মামলায় প্রিয়াঙ্কাকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly। ১১ থেকে ২১ অক্টোবর এর মধ্যে সুপারিশ পত্রের নির্দেশ দিলেন বিচারপতি।

২৮ অক্টোবরের মধ্যে নিয়োগ পত্র দিতে হবে প্রিয়াঙ্কা সাউকে (Priyanka Shaw),স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় বাড়ির কাছের কোনও স্কুলেই চাকরি দিতে হবে প্রিয়াঙ্কাকে,এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রিয়াঙ্কা সাউয়ের দাবি, তিনি মেধাতালিকায় বেশি নম্বর পেয়েও চাকরি পাননি। দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন প্রিয়াঙ্কা, পরে আদালতের দ্বারস্থ হন তিনি। এবার পুজোর আগেই চাকরি দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বলেন এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। এবার চাকরি দিতে হবে।










































































































































