শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকা সুবীরেশ ভট্টাচার্য(Subiresh Bhattacharya)। গ্রেফতারের ৯ দিন পর অবশেষে তাঁকে উপাচার্য পদের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের(Uttarbanga University) নয়া উপাচার্য হিসেবে দায়িত্বে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র(Om Prakash Mishra)। আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে এই দায়িত্বে বহাল থাকবেন তিনি।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য৷ এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি৷ সুবীরেশ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁকে উপাচার্য পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা৷ তাঁকে দায়িত্ব থেকে সরানোর জন্য রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। আচার্য হিসেবে সেই প্রস্তাবের সীলমোহর দিয়েছেন রাজ্যপাল লা গণেশন।













































































































































