ম‍্যাচের আগেরদিন রাতে ছিলেন অসুস্থ, চিকিৎসকের কাছে ইঞ্জেকশনও চান সূর্যকুমার

0
4

রবিবার অস্ট্রেলিয়ার ( Australia)বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (India Team)। সৌজন্য বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস। ৬৩ রান করেন কোহলি। ৬৯ রান করেন সূর্যকুমার যাদব। কিন্তু জানেন কি ম‍্যাচের আগের দিন অসুস্থ ছিলেন সূর্যকুমার। জ্বর-পেট খারাপে ভুগ ছিলেন তিনি। এমনকি চিকিৎসকের কাছ থেকে ইঞ্জেকশনও চান সূর্যকুমার। সোমবার বিসিসিআইয়ের দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষর প‍্যাটেলকে এমনটাই বলছিলেন সূর্যকুমার।

সোমবার একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যায় ম্যাচের পরে সূর্যকুমারের সাক্ষাৎকার নেন অক্ষর প‍্যাটেল। সেখানে অক্ষর প্রশ্ন করেন, “গতকাল রাতে তোমাকে নিয়ে ফিজিয়োর ঘরে অত কথা হচ্ছিল কেন? তুমি রাত ৩টের সময় জেগেই বা ছিলে কেন?” জবাবে সূর্যকুমার বলেন,” হঠাৎ করে আবহাওয়ায় বদল হয়েছিল। সেই সঙ্গে যাত্রার একটা ধকল ছিল। তাই পেটখারাপ হয়ে গিয়েছিল। সঙ্গে জ্বর ও হয়। কিন্তু আমি জানতাম এই ম্যাচেই সিরিজের ফয়সালা হবে। তাই চিকিৎসক ও ফিজিয়োকে বলেছিলাম, এটা যদি বিশ্বকাপের ফাইনাল হত, তা হলে কি আমি না খেলে থাকতে পারতাম! তাই আমাকে ওষুধ দিন, বা ইঞ্জেকশন, যে ভাবেই হোক আমাকে মাঠে নামতে হবে। ভারতের জার্সিতে যখন মাঠে নামি তখন আমার মধ্যে একটা অন্য আবেগ কাজ করে।”

আরও পড়ুন:রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট, সামনে এবার সচিন