দুর্গাপুজোতে ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা, কলকাতার বুকে একটি অন্য অভিজ্ঞতা দিতে হাজির হয়েছে। আসন্ন দুর্গাপুজোর জন্য নিয়ে এসেছে বিশেষ অফার।
সারা বছর কাজের ব্যস্ততার পর পূজোর এই চার দিন আমরা বাঙালিরা শুধু নয় আপামর মানুষ আনন্দে মেতে উঠি। বাড়ি থেকে দূরে একটু সবুজ নিরিবিলিতে ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা দুর্গাপুজার বিশেষ অফার সহ অতিথিদের আমন্ত্রণ করতে প্রস্তুত । ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত একটি বিশেষ দুর্গাপুজো অফার ঘোষণা করেছে, যার মধ্যে থাকছে- থাকা, মধ্যাহ্নভোজ ও রাতের খাবার সহ সকালের ব্রেকফাস্ট। এর সঙ্গে বাড়তি পাওনা সাঁতার কাটা, বোটিং ও অসংখ্য ইনডোর এবং আউটডোর গেমস। প্রধান আকর্ষণ হিসাবে থাকছে, ঢাকি, বাউল পারফরম্যান্স, আনপ্লাগড সিঙ্গার, ডিস্কো, কারাওকে সেশন, বৃক্ষরোপণ কর্মশালা ও মুভি শো। যা প্রাপ্তবয়স্কদের ও বাচ্চাদের উৎসবের পাশে মজার মেজাজ তৈরি করবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্গাপুজোর সময় এক রাত থাকার জন্য ব্রেকফাস্ট থেকে রাতের খাবার এর খরচ পরবে ৮,৯৯৯/- থেকে ১১,৯৯৯/- (GST সহ)।
ইবিজা এর জেনারেল ম্যানেজার শুভদীপ বসুর জানিয়েছেন, “কলকাতার মধ্যে সবুজে ভরপুর এই রিসোর্ট। আমরা অতিথিদের মধ্যে আনন্দ লক্ষ্য করেছি। কারণ তারা পুজোর সময় অন্তত একদিনের জন্য নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করে। আতিথেয়তার ক্ষেত্রে মহামারী চলাকালীন ইবিজা ইতিমধ্যেই পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে।”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.













































































































































