গান্ধী পরিবারের কোনো সদস্য কংগ্রেস সভাপতি পদে আসবেন না। স্পষ্টভাবে শুক্রবারে কথা জানিয়ে দিলেন রাজস্থানের(Rajsthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gehlot)। একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, রাহুল গান্ধীর(Rahul Gandhi) ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের প্রার্থী হওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন গেহলট।

এদিকে রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি পদে বসাতে শুরু থেকে তৎপর ছিল একাধিক রাজ্যের প্রদেশ কংগ্রেস। এই তালিকায় নাম ছিল খোদ গেহলটের রাজ্য রাজস্থানের। তবে রাহুলের মত পরিবর্তনের কথা স্পষ্ট করে গেহলট বলেন, “রাহুল গান্ধী চান, কংগ্রেসের সভাপতি পদে যেন গান্ধী পরিবারের কোনও সদস্য না থাকেন। এই পদের দায়িত্ব নিতে আমি তাঁকে অনেকবার বুঝিয়েছিলাম। কংগ্রেসের অধিকাংশ কর্মীই এটা চান। কিন্তু সেই কথা মানতে রাজি হননি রাহুল।” গেহলট আরও জানিয়েছেন, “রাহুলজি আমাকে বলেছেন, তিনি জানেন যে সকলে তাঁকেই কংগ্রেসের সভাপতি হিসাবে চায়। কিন্তু বিশেষ একটি কারণে তিনি চান না গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেসের সভাপতি (Congress President) পদে থাকুন।”
এদিকে সভাপতি পদে সম্ভাব্যপ্রার্থী হিসেবে নিজের নামের কথা ইতিমধ্যে গেহলট স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে শশী থারুরের সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া যাবে। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের শীর্ষপদে কে বসবেন, তা জানা যাবে ১৯ অক্টোবর।
















































































































































