কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ অনলাইন ডেলিভারি (Online Delivery)সংস্থার ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । গত ১৭ সেপ্টেম্বর পুণের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর বাড়িতে রাতের খাবার ডেলিভারি করতে যান জোম্যাটোর (Zomato)ডেলিভারি বয়। তরুণীর অভিযোগ, এরপর ওই ৪২ বছরের ব্যক্তি তাঁর কাছে জল চান। তিনি জল দিতে গেলে ধৃত কর্মী আচমকা তাঁকে জড়িয়ে ধরে চুমু (Kiss)খেতে থাকেন। পুনের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

সাধারণত অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর (Zomato)দিকে এই ধরণের কোনও অভিযোগ উঠলে সেক্ষেত্রে কোম্পানি জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। তবে এবার এই ঘটনার পর মুখ খুলল জোম্যাটো কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন যে ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেরকম কেউ জোম্যাটোর সঙ্গে যুক্তই নন। শুধু জড়িয়ে ধরে চুম্বনই নয়, পরবর্তীতে ওই কিশোরীকে নানা ধরণের অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করতে থাকেন অভিযুক্ত বলে জানান ১৯ বছরের কিশোরী। থানায় এফআইআর দায়ের করেন তরুণী। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জোম্যাটোর ওই ব্যক্তিকে নিজেদের কর্মী না বললেও সাম্প্রতিক কালে যেভাবে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার অভিযোগ উঠছে তাতে কিছুটা হলেও ব্যাকফুটে জোম্যাটো । জোম্যাটো অভিযুক্ত কর্মীকে তাদের সংস্থার কর্মী বলে মানতে অস্বীকার করায় প্রশ্ন উঠেছে, জোম্যাটো কর্মী না হয়ে কী করে ওই ব্যক্তি খাবার ডেলিভারি করতে কিশোরীর বাড়ি গেল? পরিষেবার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত এই সব সংস্থার, মত নেটিজেনদের।











































































































































